বাংলাদেশ উন্নয়নশীল দেশ, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন শিল্প যেমনঃ পোশাক শিল্প, খাদ্য শিল্প, ঔষধ শিল্প ইত্যাদি অত্যন্ত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, এসব শিল্প ছাড়াও দেশের অর্থনীতির একটি বড় অংশ বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিক অর্থাৎ প্রবাসী বাঙালীদের আয়ের উপর নির্ভরশীল, যে আয় সংক্ষেপে রেমিটেন্স নামে পরিচিত, এজন্য প্রবাসে বসবাসকারী বাঙালীদের “রেমিটেন্স যোদ্ধা” নামে আখ্যায়িত করা হয়ে থাকে, দেশে অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করা স্বত্বেও বিদেশে অবস্থানকারী বাঙালী এবং তাদের পরিবারবর্গ প্রবাসে এবং দেশে বিভিন্ন ধরণের সামাজিক, অর্থনৈতিক ও আইনগত বিষয়ে তথ্যগত ও ঘটনাগত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বহুবছর ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত উক্ত পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে প্রবাসী বাঙালী এবং তাদের পরিবারবর্গের উন্নয়ন সাধন আরও ত্বরাণ্বিত করার লক্ষ্যে আমরা রেমিটেন্স যোদ্ধাদের কিছু অংশ একত্রিত হয়ে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রতিষ্ঠিত করেছি “চট্রগ্রাম প্রবাসী ক্লাব লিঃ”।
চট্টগ্রাম জেলার অধীন প্রবাসীদের এবং তাদের পরিবারবর্গের জীবন মান উন্নয়ন এবং তাদের সকল প্রকার নাগরিক সুবিধা গ্রহন ত্বরাণ্বিত করার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে “চট্রগ্রাম প্রবাসী ক্লাব লিঃ” নামক সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে নিম্নোক্ত কার্যক্রমসমূহ বর্ণিত হলঃ
ক) প্রবাসযাত্রা সম্পর্কিত পরামর্শ ও সহায়তাঃ-
শিক্ষাক্ষেত্রে অনগ্রসর প্রবাসগামী ব্যাক্তিরা সঠিক দিক-নির্দেশনার অভাবে প্রায়ই দালালশ্রেনী দ্বারা প্রতারিত হয়, ফলে ব্যাক্তি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি সরকার কর্তৃক রেমিট্যান্স প্ররজিত হয়, এই সমস্যা সমাধানকল্পেঃ
প্রবাসগামী ব্যাক্তিকে প্রবাসযাত্রা সম্পর্কিত যেকোন ধরনের সেবামূলক সহায়তা ও পরামর্শ প্রদান।
প্রবাসগামী ও প্রবাসী ব্যাক্তিদের জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যানমন্ত্রণালয় কর্তৃক আয়োজিত, সরবরাহকৃত সুবিধাসমুহ সম্পর্কে প্রবাসগামী ও প্রবাসী ব্যাক্তিদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করা।
বিশ্বের যেকোন দেশ হতে প্রবাসী ব্যাক্তিকে ব্যাক্তিগত বা সরকারী পর্যায়ে উদ্ভুত সমস্যায় অনলাইন পরামর্শ ও সহায়তা প্রদান।
খ) আইনগত পরামর্শ ও সহায়তা সেবা কার্যক্রমঃ-
প্রবাসে অবস্থানরত ব্যাক্তি ও দেশে অবস্থানরত তাদের পরিবারবর্গের কোন সদস্যের আইনগত বিষয়ে উদ্ভুত সমস্যায় অনলাইন ও বাস্তবিক সহায়তা ও পরামর্শ প্রদান।
গ) সামাজিক কার্যক্রমঃ-
শিক্ষাকল্যাণঃ- প্রবাসী পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম উৎসাহিত করতে বৃত্তি প্রদান, শিক্ষা উপকরন প্রদান ইত্যাদি ব্যবস্থা গ্রহন করা।
শিশুকল্যাণঃ- সমিতির পক্ষ হতে সামাজিক সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে সমাজের ছিন্নমূল পথশিশুদের সুষ্ঠু পরিবেশে প্রতিপালন সহ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে সমাজে পুনর্বাসন করা।
নারীর ক্ষমতায়নঃ- সমিতির সামাজিক দায়বদ্ধতা পূরনে নারীর ক্ষমতায়নে কাজ করা সহ নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন ও নারী সমাজকে আইনী সহায়তা প্রদান করা।
প্রবাসী পরিবার সমূহের কল্যাণঃ- প্রবাসী পরিবার সমূহকে পরিকল্পিত পরিবার গঠনে সাহায্য করা তথা অপরিকল্পিত জনসংখ্যা নিয়ন্ত্রণে পরামর্শ প্রদানসহ ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধঃ- সমিতির পক্ষে সামাজিক দায়বদ্ধতা পূরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা এবং যৌতুক প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করা।
পরিবেশ উন্নয়নঃ- সমিতির দায়বদ্ধতা থেকে বর্তমানে বিশ্ব পরিবেশ বিপর্যয় রোধে সুন্দর শ্যামল পরিবেশের জন্য বাস্তবধর্মী কার্যক্রম বাস্তবায়ন করা এবং বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের ব্যবস্থা করা।
অন্যান্যঃ- প্রবাসী পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, শীত বস্ত্র বিতরণ সহ বিনামূল্যে বই বিতরণ ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা, এছাড়া গরীব প্রবাসী পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা করা।
ঘ) কর্ম ও প্রশিক্ষণ কার্যক্রমঃ-
প্রবাসী পরিবারের সদস্য সমূহকে প্রশিক্ষন প্রদান ও বেকারত্ব দূরীকরণঃ- প্রবাসী পরিবারের সদস্যবৃন্দের জন্য আধু্নকি কম্পিউটার ও ইঞ্জিন মেকানিক প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করে শিক্ষিত বেকার যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ প্রদান করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ ইলেক্ট্রিক ওয়েল্ডিং, টিভি, ফ্রিজ, কম্পিউটার মেরামত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে বেকার যুব সম্প্রদায়কে অভিশপ্ত জীবন থেকে মুক্ত করা।
চিকিৎসা সেবাঃ- প্রবাসী পরিবারের কোন সদস্য যেন অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে সেজন্য তাদেরকে তাৎক্ষনিক আর্থিক সহায়তা প্রদান করা, এছাড়াও গ্রমীন প্রবাসী পরিবারের সদস্যদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা এবং চিকিৎসা বিষয়ক সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা।
ঙ) সাংস্কৃতিক কার্যক্রমঃ-
চিত্তবিনোদনমূলক কার্যক্রমঃ প্রবাসী পরিবারের সদস্যদের একঘেয়েমী জীবনের অবসাদ দূর করার লক্ষ্যে দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ, বনভোজন, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং প্রশিক্ষণমূলক লিফলেট ও ম্যাগাজিন বই প্রকাশ করা।
জাতীয় ও ধর্মীয় দিবস পালনঃ- জাতীয় ও ধর্মীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের ব্যবস্থা করা, উক্ত দিবস সমূহে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
চ) ক্রীড়া বিষয়ক কার্যক্রমঃ-
প্রবাসী পরিবারের সদস্যদের এবং দেশভ্রমনে আসা প্রবাসীদের সুস্থতা ও বিনোদনের জন্য প্রতিযোগিতামূলক খেলার আয়োজন এবং অংশগ্রহন নিশ্চিত করা।
প্রবাসী পরিবারের সদস্যদের এবং দেশভ্রমনে আসা প্রবাসীদের খেলাধূলার উন্নয়নে ফুটবল, ক্রিকেট এবং ব্যাটমিন্টন খেলার প্রশিক্ষন প্রদান করা।
প্রবাসী পরিবারের শিশু সদস্যদের প্রতিভা বিকাশে বাৎসরিক চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
এছাড়াও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের অন্যান্য সেবাসমূহের মধ্যে রয়েছেঃ-
১. এয়ারপোর্ট/যাতায়াত সেবাঃ- প্রবাসে যাত্রা বা দেশে ফিরার সময় কোনো সদস্য নিরাপত্তার সাথে প্রয়োজন বোধ করলে ৫০% মূল্যহ্রাসে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের গাড়ি সেবা গ্রহন করতে পারবেন।
২. সম্মানিত সদস্যদেরকে প্রবাসে যাওযার জন্য অর্থ সাহায্য সেবা প্রদানঃ- কোনো সম্মানিত সদস্য দেশে ফিরে আসার পর পুনরায় বিদেশ যেতে চাইলে যদি অর্থ সংক্রান্ত সহায়তার প্রয়োজন, উক্ত সদস্য বিনা সুদ/লাভে মাসিক কিস্তিতে জামানতের মাধ্যমে অর্থ ঋণ সেবা গ্রহন করতে পারবেন।
৩. সম্মানিত সদস্যদেরকে ব্যবসায়িক বিনাসুদে ঋণ সেবা প্রদানঃ- কোনো সম্মানিত সদস্য দেশে এসে কর্মসংস্থান বা ব্যবসা করতে অর্থ সংকট দেখা দিলে তাকে বিনা সুদ/লাভে ক্লাবের সদস্যের জামানতের মাধ্যমে মাসিক কিস্তি হারে ঋণ সেবা গ্রহন করতে পারবেন।
৪. সম্মানিত সদস্যদেরকে বয়স্ক ভাতা সেবা প্রদানঃ- কোনো সদস্য বার্ধক্যজনিত কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেললে চট্টগ্রাম প্রাবসী ক্লাব কর্তৃপক্ষ উক্ত বয়স্ক ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহন করবেন।
৫. ক্লাবের সম্মানিত সদস্যদের স্ত্রী-কে ক্লাব কর্তৃক বিধবা ভাতা সেবা প্রদানঃ- প্রবাসী ক্লাবের কোনো বিবাহিত সদস্য দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করলে তার স্ত্রীকে ( যদি প্রয়োজন পড়ে) অন্যত্র বিবাহের ব্যবস্থা করা বা ক্লাব কর্তৃপক্ষ কর্তৃক বিধবা ভাতা প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হবে।
৬. ক্লাবের পক্ষ থেকে সদস্যকে পঙ্গুত্ব ভাতা প্রদানঃ- অত্র সংগঠনের কোনো সদস্য প্রবাসে বা দেশে দুর্ঘটনাজনিত কারণে পঙ্গুত্ব বরণ করলে অথবা সদস্যদের পরিবারের সন্তান প্রতিবন্ধী হলে উক্ত সদস্য বা তার সন্তানদের জন্য প্রয়োজন মনে করলে ক্লাবের পক্ষ থেকে পঙ্গু ও প্রতিবন্ধী ভাতা সেবা প্রদান করা হবে।
৭. প্রাকৃতিক দূর্যোগে সংগঠনের পক্ষ থেকে সহাযতা ও সেবা প্রদানঃ- প্রাকৃতিক দূর্যোগের কারণে (যেমন : ঘূর্ণিঝড, জলোচ্ছাস, বন্যা, মহামারি ও অগ্নিকান্ড) ক্ষতিগ্রস্থ প্রবাসী পরিবারসমূহকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেবা সহ যাবতীয শীতবস্ত্র প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হবে।
৮. ক্লাবের পক্ষ থেকে বিবিধ সেবা প্রদানঃ- চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কোন সম্মানিত সদস্য দেশে পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে উক্ত সমস্যা নিরসনে সহযোগিতা করা। এছাড়া প্রবাসে গমনের জন্য ভিসা সংক্রান্ত সহযোগিতা প্রদান, মেডিকেল সেবা, পুলিশ ক্লিয়ারেন্স ও প্রবাস প্রশিক্ষন সহ যাবতীয় প্রয়োজনীয় সেবা প্রদান করা।
উপরোক্ত সেবা সমূহ প্রহনের জন্য কোনো সদস্য আবেদন করলে সার্বিক বিষয় বিবেচনাপূর্বক সম্মানিত সদস্য উক্ত সেবা সমূহ গ্রহনের উপযোগী হওয়া সাপেক্ষে ‘চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সমিতি’ কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া ক্লাবের সকল সদস্যদের মতামতের উপর ভিত্তি করে ক্লাবের সুযোগ সুবিধা ভবিষ্যতে আরো বর্ধিত করা হবে।